পুজোর থিম ফ্লোরিডার আদিবাসী সেমিলোন সম্প্রদায়ের সংস্কৃতির ভাবধারা

সোশ্যাল বার্তা : আর পূজো মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। সমস্ত পূজোকমিটি এখন চরম ব্যস্ত। আর ঠিক এই কর্মব্যস্ততার ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আশুরালী সৃষ্টি ক্লাবের পূজো উদ্যোক্তাদের।প্রতিবছরই এলাকায় অভিনবত্বের দাবীরাখে এই ক্লাব।এখানে ক্লাব সদস্যরাই মন্ডপের থিম থেকে প্রতিমা অভিনবত্ব তুলে ধরেন। আর এবছরও করোনা আবহে সমস্ত নিয়মবিধি মেনে পূজো করবেন এমনটাই জানালেন […]

Continue Reading