মলয় দে, নদীয়া: ইদানিং প্রায়ই দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে ডিপ্রেশন! এবং তার বেশিরভাগ ক্ষেত্রেই আসে পরিবার থেকে। আর ছোটবেলা থেকেই বাবা-মা একজন অথবা দুইজনেই কেউ না থাকলে তার মানসিক পরিস্থিতি কি হয়! তা হয়তো মনোরোগ বিশেষজ্ঞ ছাড়া বোঝেন ,খুব কমজন। এমনই ছাত্রীদের খুঁজে তাদের পাশে থেকে ভরসা এবং নানা ভাবে মানসিক শক্তি জোগানোর জন্য এগিয়ে এলেন রানাঘাটের ওয়ান স্টেপ মোর নামে একটি সংস্থা ।যারা তাদেরকে এগিয়ে নিয়ে যাবার শক্তি জোগাচ্ছেন প্রতিনিয়ত । আজ রবিবার রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ে আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে তাদের হাতে পরম মমতায় নতুন জামা কাপড় তুলে দেওয়া হলো। তারা এমন উপহার এবং অভিভাবকত্ব পেয়ে চোখের জল ধরে রাখতে পারিনি ।
সংস্থার এমন উদ্যোগ প্রসঙ্গে ভারতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমাপ্রসাদ রায় বলেন “সামনেই দুর্গাপুজো তারপর করোনা সংক্রমণে অনেকেই ভালো নেই যাদের বাবা ,মা নেই বা ছেড়ে চলেগিয়েছেন এমন ছাত্রছাত্রীদের আমরা খুঁজে বার করছি তাদের পাশে থেকে তাদের কে সমাজে প্রতিষ্টা হতে মানসিক শক্তি দিয়ে তাদের পাশে থাকা আমাদের উদ্দেশ্য। উৎসবে ওরাও আনন্দ থাকবে এটাই আমাদের কাম্য “