নদীয়ার শান্তিপুরের আদিবাসী গ্রামে বিনামূল্যের হাট

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “সেতু” র পক্ষ থেকে শান্তিপুর ব্লকের বাবলা গ্রাম পঞ্চায়েতের রাজাপুকুর গ্রামের প্রায় ১০০ টি আদিবাসী পরিবারের হাতে তুলে দেওয়া হলো পুজোর নতুন বস্ত্র। এ বিষয়ে সেতু পরিবারের এক সদস্য জানান, পুজোর আনন্দ মানেই নতুন জামা কাপড়ে, এই কারণেই রাজাপুকুর গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের পুজোর নতুন বস্ত্রর আয়োজন করেছি এছাড়াও লকডাউনের কারণে কর্মহীন অসহায় যেসকল পরিবারগুলি আছে তাদের এর আগেও একাধিক বার খাদ্য সামগ্রী শিশুদের জন্য ল্যাকটোজেন, দুধ, বিস্কুট, দিয়ে সাহায্য করে ছিলাম সেতু পরিবারের পক্ষ থেকে।  একইভাবে প্রান্তিক পরিবারের জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করতে পেরে আমরা গর্বিত । সংগঠনের এই কাজে খুব খুশী স্থানীয় বাসিন্দারা ।

Leave a Reply