মলয় দে নদীয়া :- রথযাত্রা, রথ বিক্রি বেড়েছে নদীয়ার শান্তিপুরে। আর এ বছর রথযাত্রার ছোট বড় মিলিয়ে অসংখ্য রথ শান্তিপুরের রাজপথে নামবে, এমনটাই মত রথ বিক্রেতাদের।
কোন দোকানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রথ তৈরীর। তবে শান্তিপুর অতি প্রাচীন শহর এবং বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের বসবাস।সেখানে রথ এক অন্য মাত্রা পায় প্রতিবারই। তবে বিগত বছরের তুলনায় এ বছর রথের চাহিদা তুঙ্গে।
ক্রেতারাও জানাচ্ছেন, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এবং জগন্নাথ দেবের আরাধনার জন্য এই রথ কিনতে আসা।দোকানে সর্বাধিক বারো হাজার টাকা মূল্যের কাঠের তৈরি রথ বিক্রি হচ্ছে নদীয়ার শান্তিপুরে।এখনো রথ তৈরির অর্ডার আসলেও শেষ মুহূর্তের কাজে আর অর্ডার নিতে পারছেন না রথ তৈরির শ্রমিকরা। তাই রথযাত্রার আগের দিন পসড়া সাজিয়ে বসে কিংবা রং করা এবং রথ বিক্রির দিকেই ঝোঁক দিয়েছেন বিক্রেতারা।
নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ও ছোট ছোট রথ বিক্রি হয়। রথ বিক্রি বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।।