সোশ্যাল বার্তা: সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ।একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে প্রচন্ড গরম ফলে বর্তমানে অধিকাংশ ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য বলা চলে। সারা বছর ধরে নিয়মিত যাদের রক্ত লাগে বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী তারাও পড়েছে এই সময়ে মহাবিপদে । এই সমস্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এলো কৃষ্ণনগরের একটি ক্লাবের সদস্যরা ।
রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় নদীয়া জেলার কৃষ্ণনগর ১নং ব্লকের ভাতজাংলার সুভাষনগর উজ্জ্বল সংঘের ক্লাব প্রাঙ্গণে । শিবিরে রক্তদাতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস,জেলা পরিষদের সদস্য কার্তিক ঘোষ ,শিক্ষক জয়ন্ত সাহা, ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত এর প্রধান স্বপন ঘোষ সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানান বতর্মান পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতেই তাদের এই উদ্যোগ ।
শিক্ষক জয়ন্ত সাহা বর্তমান করোনা আবহে রক্তের জোগান দিতে রক্তদান শিবির করার জন্য ক্লাবের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন ।