মাটিয়ারী বাজার গ্রাম বারোয়ারি পূজা কমিটির উদ্যোগে রক্তদান শিবির

Social

সোশ্যাল বার্তা: বতর্মান করোনা উদ্ভুত পরিস্থিতিতে যখন রাজ্যের অধিকাংশ  ব্লাড ব্যাংক গুলি প্রায় রক্ত শূন্য , সেই পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রক্তদান শিবির এর আয়োজন করল নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকা মাটিয়ারী বানপুরের একটি পূজা কমিটি। তারা এই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ৪০ জন রক্ত দাতার জন্যে রক্তদান শিবিরের আয়োজন করেছিল । এই পরিস্থিতিতেও রক্তদান শিবিরে সাধারণ মানুষের ভূমিকা চোখে পড়ার মত। শেষ পর্যন্ত এই রক্ত দান শিবিরে মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন ।

এই রক্তদান শিবিরে এমার্জেন্সি ব্লাড সার্ভিসেস গ্রুপের সদস্যরাও ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যারা এই মুহূর্তে ব্লাড ব্যাংকে রক্ত দান করতে যেতে পারছেন না,তারা এই শিবিরে রক্ত দান করেন। এই পূজা কমিটির সম্পাদক জানান, “আমরা দেখতে পারছি থ্যালাসেমিয়া রোগীসহ বিভিন্ন মুমূর্ষু রোগীরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন,সেই কথা ভেবে আমাদের এই উদ্যোগ। শিবিরটি সফলতার সহিত করতে পেরে আমরা খুবই খুশি । আমরা এইভাবেই মানুষের পাশে থাকতে চাই,রক্ত দান মহান দান”।

Leave a Reply