মালদায় পেট্রোলের মূল্য সেঞ্চুরি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

Social

দেবু সিংহ, মালদা:- পেট্রোলের মূল্য সেঞ্চুরি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম প্রায় হাজার তারি প্রতিবাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পেট্রোল পাম্পে এক অভিনব পন্থায় বিক্ষোভ সভা করলেন মালদা শহর যুব তৃনমূল কংগ্রেস।

চলতি বছরে ধাপে ধাপে বেড়েই চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যার কারণে নাজেহাল সাধারণ মানুষ। ভীষন সমস্যায় পড়তে হচ্ছে দরিদ্রসীমার নিচে থাকা মানুষদের। একেতে লকডাউনে কাজকর্ম নেই বললেই চলে। তার ওপরে কেন্দ্র সরকারের তরফ থেকে ধাপে ধাপে পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করায় চরম দূর্দশার মধ্যে পড়তে হচ্ছে মানুষদের। তাই সাধারণ মানুষের কথা ভেবে মালদা জেলা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবারের সকাল 10:30 নাগাদ পেট্রলপাম্পের সামনে পথে নেমে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় যুব তৃনমূলের কর্মীরা।

Leave a Reply