গাছ বাঁচাতে নদীয়ার যুগবার্তা পরিবারের অভিনব “বোনফোঁটা” ও “গাছফোঁটা অনুষ্ঠান

Social

নিউজ সোশ্যাল বার্তা,৩১শে অক্টোবর ২০১৯,মলয় দে,নদীয়া:- সৃষ্টির আদিকাল থেকেই যারা প্রকৃতির স্নেহ ভালোবাসা, রাগ , অভিমান সম্পর্কে সচেতন সেই আদিবাসীরা বিভিন্ন গাছ নদী উৎপাদিত ফসল কেন্দ্রিক বিভিন্ন আচার- অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা স্বীকার করতে অভ্যস্ত।

কিন্তু আমরা যারা কম্পিউটার ইন্টারনেটের যুগে ফাইভজি দ্রুত গতিতে চলা, 10 24 টিবি সংরক্ষণের ব্যবস্থা আবিষ্কার করলেও ভুলতে বসেছি সহজ যোগ বিয়োগের হিসাবটা। সেই চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে পরিবারের সদস্যরা শান্তিপুর চাকফেরা গোস্বামী বাড়িতে এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করে। “গাছফোঁটা” এবং “ভাইফোঁটা”পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের প্রায় সকল সামাজিক-সাংস্কৃতিক সংস্থা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণীজনেরা।

অনুষ্ঠানের আয়োজক সন্জিত কাষ্ঠ জানান “গাছ ফোঁটা র মাধ্যমে কিছু স্বার্থান্বেষী গাছকাটা মাফিয়াদের বার্তা পৌঁছানো। একটি গাছের গায়ে আঘাত হানলে রুখে দাঁড়াবে তাদের ভাই-বোনেরা।”আরেক সদস্য মোহর দে বিশ্বাস জানান “ভাইদের মঙ্গল কামনায় বোনেরা সচেষ্ট হলে, তাদের ইচ্ছা হয় ভাইয়েরাও মঙ্গল কামনা করুক। তিনি আশাবাদী ধর্ষণ ইভটিজিং এর প্রবণতা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয় এধরনের গণ ভাই -বোন সম্পর্কের আবেগে।

বিস্তারিত দেখতে ভিডিওতে ক্লিক করুন :-