সোশ্যাল বার্তা : পন্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দ্বি-শত জন্মবার্ষিকীতে মহান বঙ্গসন্তানের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে শনিবার নদীয়া জেলার কৃষ্ণনগরের সদর মোড় থেকে সকাল ৯টা নাগাদ একটি পদযাত্রার আয়োজন করে সারাবাংলা বিদ্যাসাগর জন্ম-দ্বিশতবর্ষ উদযাপন কমিটি, নদীয়া জেলা কমিটি ।
সদর মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় কৃষ্ণনগর গভমেন্ট কলেজ প্রাঙ্গনে । সেখানে মাল্যদান করা হয় বিদ্যাসাগরের মূর্তিতে। পদযাত্রায় সামিল হয় শহরের সাংস্কৃতিক প্রেমিক মানুষেরা । মাইকিং এর মাধ্যমে নবজাগরণে বিদ্যাসাগর এর ভূমিকা সম্পর্কে প্রচার করা হয়। এছাড়াও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান নিয়েও প্রচার করে সংগঠনটি ।