দেবু সিংহ ,মালদা: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিনামূল্যে সহায়ক যন্ত্র ও সরঞ্জাম বিতরণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। সহযোগিতায় ছিল ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম (এলিমকো)।
এদিন রেগুলেটেড মার্কেটে এই অনুষ্ঠানে ৫২০ জনের হাতে তাঁদের প্রয়োজনীয় সহায়ক যন্ত্র প্রদান করা হয়। জানা গেছে, সহায়ক যন্ত্রগুলি আধুনিক ও উন্নত প্রযুক্তির। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় আরও প্রায় ৩ হাজার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ শনাক্ত হয়ে আছে। তাঁদেরও একই রকমভাবে সহায়ক যন্ত্র বিতরণ করা হবে। এদিন হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, সিডাব্লুসি-র চেয়ারম্যান চৈতালি সরকার, অতিরিক্ত জেলাশাসক অর্ণব চ্যাটার্জি, এলিমকো-র চেয়ারম্যান সঞ্জীবকুমার ভাদুড়ি-সহ অন্যরা।