অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃস্থ পুরহিতদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছেন। ভাতা ঘোষণার পর উপকৃত হবেন রাজ্যের পুরোহিত সমাজ। সোমবার পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট নদীয়া কৃষ্ণগঞ্জ শাখার পক্ষ থেকে মাজদিয়ায় একটি মিছিল এবং সভা করে।
এদিন মাজদিয়া হিন্দু মিলন মন্দির থেকে পুরোহিতেরা মিছিল করে মাজদিয়া ভাজনঘাট আসেন। তারপর হিন্দু মিলন মন্দির নাটমন্দিরে একটি সভা করেন তারা। দীর্ঘদিন ধরেই পুরোহিত সমাজের প্রতিনিধিরা দাবি জানিয়ে আসছিলেন পুরহিতদের জন্য মাসিক ভাতা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই দাবিকে সম্মতি জানিয়েছেন। সংগঠনের একজন জানান তাদের জন্য ভাতা ঘোষনায় তারা ও তাদের পরিবার কৃতজ্ঞ ।