দেবু সিংহ, মালদা:-প্রত্যেক বছরের মতো এ বছরও যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হলো মালদার চার্চপল্লী ক্যাথলিক চার্চে। তবে প্রতিবছরের মতো এবছরও করোনা আবহের কারণে ধুমধাম না করে সরকারী নির্দেশে সমস্ত ধরনের স্বাস্থ্যবিধির নিয়ম-নীতি মেনে করা হয়েছে উৎসব। সকালে যীশু খ্রীষ্টের কাছে বিশ্বসহ দেশবাসীর উদ্দেশ্যে প্রার্থনার মধ্য দিয়ে শান্তি কামনা করা হয়। পাশাপাশি করোনা যাতে দ্রুত শেষ হয় তার প্রার্থনা করা হয়।
প্রতিবছরের মতো এবছরও যীশু খ্রিস্টের আশীর্বাদ নিতে চার্জ পল্লীতে চার্চে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ তার পরিবারের সকল সদস্য।তিনি সেখানে এসে সপরিবারে আশীর্বাদ গ্রহণ করেন এবং দেশবাসীসহ রাজ্য ও মালদা বাসীর শান্তি কামনা করেন।