মলয় দে, নদীয়া :-পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স এসোসিয়েশনের ডাকে গত ১০ই ডিসেম্বর থেকে সপ্তাহ ব্যাপী বাংলা’র বিভিন্ন জেলার ২ লক্ষ ভলেন্টিয়ারের দাবি পেশ করে প্রতি জেলায় প্রশাসনিক দপ্তরে দপ্তরের ডেপুটেশন দেয় বলে জানা যায়। এর আগেও দিদিকে বলো হেল্প লাইনে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের মাসে ৩০ দিন কাজ ৬০ বছরের চাকুরী এবং কোভিদ ১৯যোদ্ধাদের স্থায়ী কাজ ও মুখ্যমন্ত্রী পুলিশ ডে সমস্ত ঘোষণা বাস্তবায়িত করার নানান বক্তব্য জানান সারা রাজ্যের সদস্যরা।
সংগঠনের রাজ্য সভাপতি রেজাউল করিম জানান “২১শের নির্বাচন ঘোষণার আগেই নিয়োগ করতে হবে, নইলে আমরা বাধ্য হব ২১শে ভোট বয়কট করতে। ২ লক্ষ ভলেন্টিয়ার, পরিবার, বন্ধু বান্ধবদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
গতকাল রানাঘাটে সকাল দশটা নাগাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন সিভিল ডিফেন্স কর্মীরা এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে জাতীয় সড়কের উপর। ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়, স্থানীয় প্রশাসন উপস্থিত থেকে স্বাভাবিক করে যান চলাচল।