মদন মাইতি,কাঁথি, পূর্ব মেদিনীপুর: কাঁথি শহরের রূপশ্রী বাইপাস এলাকায় বাবার দোকান থেকে রহস্যজনকভাবে অপহৃত ন’বছরের শিশুকে ওড়িশার গঞ্জাম থেকে উদ্ধার করল পুলিশ। বুধবার ভোরে শুভ্রজিৎ শীট নামে শিশুটিকে গঞ্জাম এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে কাঁথি থানার পুলিশ। শুভজিতের বাড়ি কাঁথির চন্দনপুর এলাকায়। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী ব্যক্তিকে। তার নাম অভিজিৎ শীক । তার বাড়ি কাঁথি রেলস্টেশন সংলগ্ন এলাকায়। রাতে পুলিশ উদ্ধার হওয়া শিশু এবং অপহরণকারী ব্যক্তিকে নিয়ে কাঁথিতে পৌঁছায়। আপাতত ছেলে সুস্থ অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের লোকজন।
পুলিশ জানিয়েছে, কেন, কী উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল ওই ব্যক্তি, সেব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, শম্ভুরামবাবুর রূপশ্রী বাইপাসে একটি স্টেশনার্স দোকান রয়েছে। নিজেদের দোকানে যখন-তখন এসে বসত শুভ্রজিৎ । ওই ব্যক্তিও দোকানে মাঝেমধ্যেই আসত। ১২ জুলাই শম্ভুরামবাবুকে সে এসে বলে, তার বাড়িতে অনুষ্ঠান রয়েছে। শুভ্রজিকে ঘণ্টাখানেকের জন্য সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। পরিচিত হওয়ায় শম্ভুরামবাবু রাজিও হয়ে যান। ঘণ্টাদেড়েক পরে শম্ভুরামবাবুর স্ত্রী শেফালিদেবী দোকানে এসে ছেলেকে দেখতে না পেয়ে কোথায় গিয়েছে জানতে চান। শম্ভুরামবাবু জানান, শুভজিৎ নামে পরিচিত এক ব্যক্তি নিয়ে গিয়েছে। শেফালিদেবীর সন্দেহ হলে তিনি ওই ব্যক্তির মোবাইলে ফোন করে দেখেন, ফোন বন্ধ। তার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন শিশুটির বাড়ির লোকজন। এরপরই পুলিশ তদন্তে নেমে উদ্ধার করতে সমর্থ হল।