রমিত সরকার, নদীয়া : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে অনলাইনে পিএইচডি থিসিস সাবমিশন প্রক্রিয়া শুরু হল। সুত্রের খবর অনুযায়ী করোনা জনিত পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে থিসিস জমা নেওয়া বন্ধ হয়ে যাওয়ায় । ফলে গবেষক ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শংকর কুমার ঘোষ জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পিএইচডি গুগোল ফর্ম ক্লিক করে ছাত্র-ছাত্রীরা প্রয়োজনীয় ডাটা এন্ট্রি করতে পারবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশ জারি হওয়ার পর আজই প্রথম অনলাইনে পিএইচডি থিসিস সাবমিট করেন কম্পিউটার সায়েন্স বিভাগের গবেষক লোপামুদ্রা দে। ফলে উপকৃত হবে অনেক ছাত্র-ছাত্রী ।