মলয় দে, নদীয়া:-এই প্রথম রথের পরিবর্তে মারুতি গাড়ি করে জগন্নাথ দেব মাসির বাড়ি তে গেলেন আবার ফিরলেন মারুতি গাড়ি করে। নতুন প্রজন্ম থেকে বৃদ্ধ বৃদ্ধা থেকে যুবক যুবতীদের কাছে এ এক অন্য ধরনের অনুভূতি ও স্মৃতি হয়ে থাকলো।
করোনা ভাইরাসের সংক্রমণ লক ডাউনের জেরে পৌরাণিক উপাখ্যান যে নতুন আখ্যা পেল তা এমন দৃশ্য কেউ ভুলতে পারবে না। মন্দির কর্তৃপক্ষ তাই রানাঘাট বড়বাজার জগন্নাথ মন্দির থেকে তালপুকুর পাড়া রাধা কৃষ্ণ মন্দির জগন্নাথ দেবের মাসির বাড়িতে এই রকম ফুলদিয়ে সাজিয়ে মারুতি গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল রথের পরিবর্তে তাই উল্টো রথে পরিবর্তন হলো না মারুতি গাড়ি করে জগন্নাথ দেব ফিরলেন সেই ফুল দিয়ে সাজানো মারুতি গাড়ি করে পেছন ভক্তবৃন্দ ও কৃতন এর সুর।জয় জগন্নাথ ,জয় জগন্নাথ, জয় জগন্নাথ এ মুখরিত রানাঘাট শহর।