বাবার ছোট্ট চায়ের দোকান ছেলের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশ

Social

সোশ্যাল বার্তা : ইচ্ছা থাকলে অভাব কখনোই থামিয়ে রাখতে পারে না । তারই একটা চিত্র দেখা গেল নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শুকুল পাড়ায় ।

ঋতম কুন্ডু কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করল । পিতা রাধানাথ কুন্ডু , মা উমা কুন্ডু । রাধানাথ বাবুর কৃষ্ণনগর এ ভি স্কুল মোড়ে রয়েছে ছোট্ট একটি চায়ের দোকান । বাড়িতে রয়েছে অভাব অনটন তবুও নিজের প্রচেষ্টার মাধ্যমেই আজ সে সফল । এবারের মাধ্যমিকে সে পেয়েছে ৯৫.১৪ শতাংশ নাম্বার । প্রতিটি বিষয়ে রয়েছে তার ৮০ উপরে নাম্বার ।

ঋতম জানিয়েছে তার সাফল্যের পিছনে রয়েছে তার বাবা,মা, গৃহশিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ । সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। তবে সে ছবি আঁকতে খুব ভালোবাসে ।

ঋতমের বাবা রাধানাথ বাবু বলেন “আমার আর্থিক ক্ষমতা সীমিত যতটা পারি ছেলেকে সাহায্য করার চেষ্টা করি । জানিনা ভবিষ্যতে ওর পড়ার খরচ জোগাড় করতে পারব কিনা । ওর সাফল্যে খুশি ।”

ছেলের সাফল্যে খুশি মা উমা কুন্ডু । তিনি জানান “ওর প্রচেষ্টায় ও এই রেজাল্ট করেছে তবে আরো ভালো আশা করেছিলাম ।”

পাড়ার ছেলের এমন সাফল্যে খুশী স্থানীয় বাসিন্দারা ।

Leave a Reply