মদন মাইতি পূর্ব মেদিনীপুর: দীঘা সমুদ্রে স্নান করার সময় তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা। বর্তমানে ওই পর্যটক দীঘা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় উত্তর ২৪ পরগনা পলতা থানা থেকে গতকাল পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দীঘায় বেড়াতে আসেন সুব্রত সর্দার বয়স ২৮। আজ সকালে শ্রী এবং কন্যাকে নিয়ে এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে ওল্ড দিঘার সি হক গোলার ঘাটে স্নান করতে যান। স্নান করার সময় কিছুটা দূরে সমুদ্রে চলে গেলে সেখানেই তিনি তলিয়ে যান। তখনই কর্তব্যরত নুলিয়ারা তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যায়, অক্সিজেন দিতে হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আজ কৌশিকি অমাবস্যা, তাই সমুদ্র উত্তাল থাকার কারণে এমনই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
