দেবু সিংহ ,মালদা: করোনার ভয়াল প্রকোপে সবার মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এর ফলে প্রায় রক্তদান শিবির বন্ধ।
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাডব্যাঙ্কের ভাঁড়ার এখন শূন্য। একদিকে লকডাউন অন্যদিকে কিছু রক্তাল্পতায় ভোগা অসুস্থ মানুষের হাহাকার, এই তীব্র আর্তনাদে সারা দিয়ে শুক্রবার জগজ্জীবনপুরে মমতা কম্পিউটার ট্রেনিং সোসাইটির উদ্যোগে এবং পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার যৌথ সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জগজীবনপুর হাইস্কুল প্রাঙ্গণে এদিনের শিবিরে ১৩ জন রক্তদান করেন। রক্তদাতাদের একটি করে চারাগাছ দেওয়া হয়। শিবিরে দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্ণধার মৈনাক রায়, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ও সম্পাদক ডা: তুষার কান্তি বণিক, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমুখ। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী জলি ভাস্করের জন্মদিন উপলক্ষে ২০ জন দু:স্থ শিশুর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।