অনাড়ম্বরভাবে নদীয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হলো রাধাষ্টমী

Social

মলয় দে নদীয়া:- গতকাল রাধারানীর মহা অভিষেক। শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসের ঠিক ১৫ দিন পর আবির্ভূতা হয়েছিলেন রাধারানী।  শ্রীকৃষ্ণের মতই তাঁরও খুব প্রিয় তালের বড়া, লুচি, ক্ষীর । এবাদেও নানান ফলাহার ,ভোগ, কীর্তন, অধিবেশনের মাধ্যমে গতকালের দিনটি উদযাপন করেন ভক্তবৃন্দরা । তবে নদীয়ার শান্তিপুর শহরের ধ্রুব নারায়ন গোস্বামী বাড়িতে বংশপরম্পরায় গিরিধারী জিউ মন্দিরে পূজিত হয়ে আসছেন রাধারানী। ধ্রুব নারায়ন বাবুর কন্যারা এবারে তাদের অত্যন্ত প্রিয় ভগবান রাধারাণীকে কেক বানিয়ে দিয়েছেন নিজে হাতে। কোনমতে কি এসে যায়! তাতে পরোয়া করেন না তাঁরা, নিজের পরিবারের সদস্য মনে করেই সারাবছর পাশে থাকা দৃশ্যমান আর এক পরিবার সদস্য বলেই মনে করেন দুই বোন।

গতকাল নদীয়ার বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হয় রাধিকার জন্মদিন। অন্যদিকে রানাঘাট তালপুকুর পাড়ায় চৈতন্য সেবাশ্রম মন্দিরে রাধা অষ্টমী অনুষ্ঠিত হলো । সামাজিক দূরত্ব মেনে  বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে এই দিনটি পালন হলো । রাধা কৃষ্ণ কে দই ,মধু, ঘি, দুধ, চিনি, দিয়ে মহা অভিষেক করে পুজো অর্চনা করা হলো। পাশাপাশি কীর্তন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে কাটালো এই দিনটি ।

Leave a Reply