শুভজিৎ দত্তগুপ্ত ,কলকাতা: স্বাস্থ্য বিধি মেনে বিধিনিষেধ আরোপ করে অন্য রাজ্যগুলিতে জিমগুলি চালু হলেও দিল্লী ও মহারাষ্ট্র এর রাজ্য সরকার এখনও সেপথে হাঁটেনি। বিগত সময়কালে ক্রমান্বয়ে বেড়ে চলা এই পরিষেবা ক্ষেত্রের সাথে বর্তমানে যুক্ত অসংখ্য মানুষ। দীর্ঘদিন জিম গুলি বন্ধ থাকার ফলে তারা চূড়ান্ত অভাব অনটনের সম্মুখীন। তাই পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার গুলিকে বিধিনিষেধ সহ জিমগুলির খোলার ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়ার আবেদন জানানোর পাশাপাশি নিজের উদ্যোগে জিমের সাথে যুক্ত কর্মচারীদের পরিবারের জন্য ত্রাণ বন্টনের ব্যবস্থা করলেন মিস্টার ওয়ার্ল্ড পারস গুপ্তা। তাঁর মতে করোনা কালীন সময়ে এই ক্ষেত্রে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ক্ষত মেরামত হতে দীর্ঘ সময় লেগে যাবে। তাই সরকারের উচিত জিমগুলি খোলার সাথে সাথে এই পরিষেবা শিল্পের সাথে যুক্ত মানুষদের কথাও ভাবা