৫ টাকায় পেট ভরে দুপুরে আহারও ৩০ টাকায় রাত্রি যাপন

Social

মদন মাইতি: কাঁথি মহকুমা হাসপাতালে রোগীর পরিবার জনদের কথা ভেবে শুরু হলো এক বিশেষ ব্যবস্থা। একদিকে মা ক্যান্টিনে পাঁচ টাকার পেট ভরা খাবার, অন্যদিকে স্বল্পমূল্যে’র বিশ্রামাগারে মাত্র ৩০ টাকায় রাত্রি যাপনের ব্যবস্থা করলো কাঁথি দারুয়া মহকুমা হাসপিটাল। হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী’র পরিজনরা নির্দিষ্ট কুপন দেখিয়ে ৫ টাকা দিয়ে পেট ভরে খাবার খেতে পারবেন, প্রতিদিন দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।

অন্যদিকে দিবারাত্রি রোগীর পরিবারের লোকজনদের জন্য দুপুরে পেট ভরে খাবারের পাশাপাশি, স্বল্পমূল্যে বিশ্রামাগারে
খাট, বিছানা, মশারি, পানীয় জল সহ থাকছে পরিচ্ছন্ন শৌচাগার ও স্নানাগার। পুরুষ ও মহিলাদের থাকার জন্য রয়েছে পৃথক ব্যবস্থা।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক তথা বিদায়ী সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেন- জেলা পরিষদের বোর্ড গঠনের পরেই, তাদের প্রথম কাজ হবে রোগীদের সুবিধার জন্য, হাসপাতালের প্রত্যেকটি রুমে এসির ব্যবস্থা করা।

পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন- কাঁথি’র মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, কাঁথি পুরসভার পৌর প্রশাসক সুবল মান্না, পৌর কাউন্সিলর অতনু গিরি, তনুশ্রী চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলরগণ।
আগামী দিনে কাঁথি মহকুমা হাসপাতালে হতে চলেছে সিটি স্ক্যান ব্যবস্থাও। রোগীদের বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে পরিকাঠামো গত ভাবে বিভিন্ন বিষয়ে দ্রুত আধুনিকরণ করা হবে।

Leave a Reply