দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট,উদ্যোগে দোগাছী ক্রীড়া প্রেমী সম্মীলনী

Social

রাজু পাত্র নদীয়া : দোগাছী ক্রীড়াপ্রেমী সম্মীলনী আয়োজিত প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ দোগাছী উচ্চবিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হলো ।

নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।আজ ফাইনাল খেলা হয় ‘নবদ্বীপ একাদশ ‘এবং ‘এ টু জেড কৃষ্ণনগর’ -এই দুটি দলের মধ্যে । চ্যাম্পিয়ন হয়েছে ‘এ টু জেড কৃষ্ণনগর’ । রানার্সআপ হয়েছে নবদ্বীপ একাদশ ।

গত ২২ ফেব্রুয়ারী শনিবার শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আজ ২৩ ফেব্রুয়ারী। ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন ‘এ টু জেড কৃষ্ণ নগরে’র পক্ষ থেকে সুবীর সাহা।

ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান ঐ দলের উত্তম বসাক।।ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ফাইনাল দেখতে ভিড় জমায় বিভিন্ন এলাকার জনসাধারণ ।

Leave a Reply