পরিবেশ বান্ধব’ উপকরণ দ্বারা কৃষ্ণনগর চারুকলা সোসাইটির সদস্যদের শুভ দীপাবলির পবিত্রতা উদযাপন

Social

নিউজ সোশ্যাল বার্তা : জন্মলগ্ন থেকে কৃষ্ণনগর চারুকলা সোসাইটি তাদের শৈল্পিক অথবা নান্দনিক কর্মকান্ড উদযাপন করে ‘পরিবেশ বান্ধব’ উপকরণের সহযোগিতায়। সোসাইটির সদস্যরা মনে করেন কৃষ্ণনগরকে নান্দনিক করে তোলার পিছনে তাদের যেমন দায়বদ্ধতা আছে, তেমনি আছে এই সমাজের কাছে তথা পরিবেশের কাছেও। সেই উদ্দেশ্যে সোসাইটির সদস্যরা আজ বিকেল চারটে নাগাদ উপস্থিত হয়েছিল শহরের গা-ঘেষে ছুঁয়ে চলা জলঙ্গী নদীর তীরে, যে নদীকে ‘কৃষ্ণনগরের প্রাণভোমরা’ বললে বিন্দুমাত্র অত্যুক্তি করা হবে না।

আমাদের সাথে ছিল শালপাতার বাটি,কাগজের নৌকা, মাটির প্রদীপ, সরিষার তেল, নদী বিষয়ক চারটি পোষ্টার, একটি কাগজের ব্যাগ। নদীর ধারে ক্রীড়ারত চারটি ক্ষুদে এবং নদীতে স্নান করতে আসা তিনজন শ্রমজীবী তরুণও উৎসাহীত হয়ে আমাদের কর্মকান্ডে হাত লাগালো।

         সবাই মিলে শালপাতার বাটির মধ্যে জ্বলন্ত পোড়ামাটির প্রদীপগুলি এবং নৌকাগুলি নদীর জলে ভাসিয়ে দিয়ে শুভ দীপাবলির পবিত্রতা উদযাপন এবং জলঙ্গী নদীর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করলাম। কৃষ্ণনগর চারুকলা সোসাইটি আশা করেন তাদের এই কর্মকান্ডে একদিন সকল কৃষ্ণনাগরিকগণ যোগ দেবেন … জলঙ্গী দূষণমুক্ত হবে, কৃষ্ণনগর দীর্ঘজীবী ও নান্দনিক হয়ে উঠবে।