দীপাবলি উদযাপন পাঠশালায় আয়োজনে মানবিক রানাঘাট

Social

নিউজ সোশ্যাল বার্তা: চারিদিকে আলোর রোশনাই । ছোট থেকে বড় সবাই মেতে রয়েছে দীপাবলীর শক্তি আরাধনায় আর আলোর উৎসবে । কিন্তু যারা রয়েছে শহর থেকে অনেকটা দুরে। সবাই যখন আনন্দে মাতোয়ারা, ওদের ঝুপড়ি গুলো তখনো অন্ধকার। দীপাবলি উৎসব থেকে অনেক দূরে ওরা। ওদের বাচ্চাদের নিষ্পাপ মুখগুলি ডুবে আছে অন্ধকারে । ঠিক এদের জন্যই গত বছরেরও স্বেচ্ছাসেবী সংগঠন -‘মানবিক রানাঘাট’ আয়োজন করেছিল আলোর উৎসব । এ বছরেও সংস্থাটি পরিকল্পনা করে ।

যেমন ভাবা তেমন কাজ- গতকাল সংস্থাটির পক্ষ থেকে সদস্য /সদস্যা হাজির হয় তাদের মানবিক পাঠশালা রানাঘাটের আনুলিয়া গ্রামে । সদস্য/সদস্যদের গ্রামে পৌছলে, ওদের আনন্দ দেখে কে ! দু ঘন্টা ধরে চলে বিভিন্ন রকম অনুষ্ঠান – প্রদীপ প্রজ্জলন, মোমবাতি ধরানো, খেলাধুলা আরো কত কি! প্রদীপের আলোর থেকেও ওদের মুখ গুলো বেশী চকচক করছিল।আলোর উৎসবে মেতে উঠে মানবিক পাঠশালা’র ছোট ছোট বাচ্চারা। সংস্থাটির পক্ষ থেকে মাননীয় শ্রী সুভাষ নাথ বলেন “যারা এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আনন্দে সামিল হয়েছেন এবং যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাই কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা”।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য সংস্থাটি দীপাবলীর দুদিন আগে থেকেই রানাঘাটের বিভিন্ন এলাকা তে গিয়ে বাড়ি বাড়ি মোমবাতি বিতরণ করেছেন যাতে সাধারণ মানুষ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন ।