লকডাউনে বৃষ্টিকে উপেক্ষা করেই নদীয়ার সর্বত্র পুলিশি টহলদারি অব্যাহত

Social

মলয় দে নদীয়া:- সকাল থেকে ক্রমাগত বৃষ্টি গৃহবন্দি করেছে সাধারণ মানুষকে। সেজন্য খানিকটা সহজ হয়েছে প্রশাসনের।রাজ্যব্যাপী দুদিনের লকডাউনের প্রথম দিনে ব্যাপক তৎপরতা দেখালো রানাঘাট মহকুমা পুলিশ প্রশাসন।এদিন রানাঘাটে সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ থাকলেও কিছু অতিউৎসাহী মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মত।

করোনা প্রতিরোধে এই সমস্ত মানুষের গতিবিধি বৃহষ্পতিবার কড়া হাতে নিয়ন্ত্রণ করে পুলিশ। বেশী লোকের সমাগম থেকে শুরু করে গাড়ি তল্লাশী সব কিছুতেই রানাঘাট পুলিশ প্রশাসন ছিল সক্রিয়। করোনা রোধে লকডাউনকে সার্থক করতে ,বৃষ্টি উপেক্ষা করে রানাঘাট জুড়ে পুলিশের তৎপরতাও ছিল লক্ষ্যনীয়। অন্যদিকে শান্তিপুর, কৃষ্ণনগর , করিমপুর, চাকদহ  , কল্যাণী তেহটটো নাকাশিপাড়া সর্বত্রই ছবিটা ছিল এ রকমই।

Leave a Reply