মলয় দে, নদীয়া:-আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের প্রাণপুরুষ ভারতরত্ন প্রাপ্ত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৬ তম জন্মদিন । ১৯৪৪ সালের আজকের দিনে মুম্বাইতে রাজীব গান্ধী। ১৯৮৪ সালে মায়ের মৃত্যুর পরে দেশের সপ্তম এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পেশায় বিমান চালক রাজনীতিতেও নজরকাড়া শপথ এনে দিয়েছিলেন কংগ্রেস দলকে।
দায়িত্বভার গ্রহণ করেই ৪১১টিতে জয়লাভ করে কংগ্রেস। আধুনিক শিক্ষা ব্যবস্থা, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অনেকটাই।
বর্তমানে করোনা সংক্রমন চলছে ফলে রাজ্যের ঘোষিত লকডাউন হওয়াতে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে তার প্রতি সন্মান জানানো হলো সকাল থেকেই । বৃষ্টি হওয়াতে বৃষ্টিকে উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন চলে। তবে সকাল দশটার মধ্যেই চাকদহ , রানাঘাট শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী করিমপুর তেহটটো প্রত্যেক শহরেই তাঁর প্রতিকৃতিতে অনাড়ম্বেই মাল্যদান করেন অনেকেই।