বড়দিন উপলক্ষে মালদা জেলার গাজলের আলমপুর ক্যাথলিক চার্চে জোর কদমে চলছে প্রস্তুতি

Social

দেবু সিংহ মালদা: ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদা জেলার গাজলের আলমপুর ক্যাথলিক চার্চে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। হাতে গোনা আর তিনটে দিন রয়েছে। তাই ক্যাথলিক চার্চের রং করার কাজ থেকে শুরু করে প্লাস্টিকের ফুল লাগানো, লাইটিং দিয়ে সাজানো-গোছানোর পাশাপাশি যিশু খ্রিস্টের গোশালা বানানো হচ্ছে বিভিন্ন জায়গাতে।

আবারো দেখা গেছে সেই ছোট্ট শিশু যিশুখ্রিস্টের মূর্তির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলছে। আলমপুর ক্যাথলিক গির্জা ও চার্চের প্রধান ফাদার ইসিদর খেস ও মাদার দীপাঞ্জলি জানান, আলমপুর ক্যাথলিক চার্চটিতে প্রতিবছর ঈশ্বর যীশু খ্রীষ্টের জন্মদিন ২৫ শে ডিসেম্বর বড়দিন উদযাপিত হয়ে আসছে। তাই এ বছরই নয় প্রতিবছরই বড়দিনকে কেন্দ্র করে যীশু খ্রীষ্টের শিষ্যরা বিভিন্ন জায়গা থেকে এসে এই চার্চে ২৫শে ডিসেম্বরে সম্মিলিত হয়ে যীশুকে স্মরণ করে ও শ্রদ্ধা নিবেদন জানিয়ে দিনটিকে উদযাপিত করে থাকেন।

Leave a Reply