রমিত সরকার : কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে কর্মসূচী “সাহায্যার্থে পাশে দাঁড়ান” এর দ্বিতীয় ধাপ গতকাল বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের পাশ্ববর্তী টোটো স্ট্যান্ডের মধ্যে সম্পূর্ণ হলো ৷ গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ৩৩ জন টোটো চালান , পথ চলতি ছাত্র-ছাত্রী, শিক্ষক অর্থাৎ প্রতিনিয়ত গন্তব্যে পৌঁছে দেয়, তাদের হাতে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, সাবান তুলে দেওয়া হয় ৷
এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা খাদ্য তুলে দেন ,সেই সমস্ত ১৪ জন অস্থায়ী দোকান এর মালিকদের হাতে দ্বিতীয় বারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হল ৷
তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ডঃ গৌতম পাল ,বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা ইউনিটের যুগ্ম আহ্বায়ক ডঃ সুজয় কুমার মন্ডল , ওয়েবকুপার সদস্য ডঃ মনোরঞ্জন জানা , শিক্ষাবন্ধু কর্মচারী সমিতির অন্যতম কর্মকর্তা সৌমেন চন্দ্র মন্ডল এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
ছাত্র সংসদ এর পক্ষ থেকে যে সকল ছাত্র-ছাত্রী, গবেষক-গবেষিকা, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং সমস্ত স্তরের মানুষ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।