মালদার রূপকার গনিখান চৌধুরীর জন্মদিন পালন মালদা জেলা কংগ্রেসের

Social

দেবু সিংহ, মালদা:-প্রয়াত মালদার রূপকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য নেতা এ.বি.এ গনিখান চৌধুরীর ৯৪তম জন্মদিন পালন করলো মালদা জেলা কংগ্রেস।
রবিবার সকালে মালদার কোতুয়ালিতে প্রয়াত নেতার বাসভবনে ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান তারপর মাজারে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং এক মিনিট নীরবতা পালন করেন কংগ্রেসের বিধায়ক ইশা খান চৌধুরী, মোত্তাকিন আলম সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
কোতুয়ালিতে প্রয়াত নেতার মাজারে ফুল মালা দেওয়ার পাশাপাশি রথবাড়ি মোড়ে গনি খানের মূর্তিতেও মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন কংগ্রেস নেতৃত্বরা। রবিবার সারা দিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় প্রয়াত নেতার জন্মদিন।

Leave a Reply