নদীয়া শান্তিপুরে মনসা পূজার দিন, উদ্ধার “কালাচ”

Social

মলয় দে, নদীয়া : নদীয়া শান্তিপুর , বেথুয়া, চাকদা হরিণঘাটা, রানাঘাট সহ বেশ কিছু জায়গায় ক্রমাগত বেড়ে চলেছে কালাচ সাপের উপদ্রব। সোমবার ১৬নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় উদ্ধার হয় একটি প্রমাণ সাইজের পূর্ণবয়স্ক কালাচ। এর আগেও আমাদের ক্যামেরায় এই কালাচ সাপ উদ্ধার করার ছবি ধরা পড়ে। কিন্তু আজ মনসা পূজো স্বভাবতই এলাকাবাসীর মধ্যে ভয় এবং ভক্তির সঞ্চার হয় বেশি। তবে বনদপ্তর তৎক্ষণাৎ উপস্থিত হয়ে নিয়ে যান সাপটিকে।

সর্প বিশেষজ্ঞদের মতে, এইসাপ দংশন করলে একটা পিঁপড়ে কামানোর থেকেও কম জ্বালা অনুভূত হয় এবং তারা আধঘণ্টার মধ্যে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে পড়ে। এরা পরিষ্কার জায়গায় থাকতে ভালোবাসে বিশেষত বালিশ বিছানার মধ্যে। মানুষের ঘামের গন্ধে মোহিত করে তাদের তাই ঘুমের মধ্যে দংশন করলে কোন অনুভূতি হয় না, ফলে অচৈতন্য অবস্থায় থেকে জ্ঞান ফেরে না আর। সেজন্য এই সময় মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দেন সর্প বিশেষজ্ঞরা।

Leave a Reply