ভিন রাজ্যে কাজে গিয়ে নদীয়ার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকা

Social

মলয় দে নদীয়া:-ভিন রাজ্যে কাজে গিয়ে এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতদেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

নদীয়ার শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ধাই পাড়া এলাকার ঘটনা। মৃত যুবকের নাম হাসিবুল শেখ বয়েস ২২ বছর। দীর্ঘদিন ধরে ই রোজগারের আশায় সে ভিন রাজ্যে কাজ করতেন বলে পরিবারের দাবি। তবে এক বছর আগে মুম্বাইয়ে একটি হোটেলে বন্ধুদের সঙ্গে কাজে গিয়েছিলেন সে। প্রতিনিয়ত যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে। দিন কয়েক আগে নিজের ঘরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাসিবুল। এরপরই তাকে তড়িঘড়ি মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা দাবি তোলেন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে সকলে। তবে ওই যুবকের কিভাবে মৃত্যু হল তা বুঝে উঠতে পারছে না তার বন্ধুরা এবং পরিবারের সদস্যরা। মৃত যুবকের দাদার দাবি হাসিবুল এর শারীরিক কিছু সমস্যা ছিল। তার বন্ধু দাবি করেন হাসিবুলের মৃত্যুর কারণ হিসেবে তারা অস্বাভাবিক কিছু কারণ খুঁজে পাচ্ছে না।

মৃতদেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

Leave a Reply