সোশ্যাল বার্তা : মহামারী বিধ্বস্ত প্রান্তিক মানুষদের সাহায্যার্থে আরো একবার এগিয়ে এলো বিজিটিএ। বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের মহিষাডহরি গ্রামে গতকাল অনুষ্ঠিত হয় ত্রান বিতরণ কর্মসূচি। চারটি গ্রামের পঞ্চাশটি (৫০) গরিব শ্রমিক আদিবাসী ও শবর পরিবারের হাতে খাদ্যসামগ্রী, মাস্ক,স্যানিটাইজার , সাবান ইত্যাদি তুলে দিলেন সংগঠনের সদস্যরা।
উপস্থিত ছিলেন রামস্বরূপ নায়েক, সুব্রত পন্ডা, কৃষ্ণদাস পাল, সঞ্জীব কুমার মণ্ডল, চঞ্চল চৌধুরী, নাড়ুগোপাল মন্ডল, সুজয় মাইতি প্রমুখ শিক্ষকবৃন্দ ।
বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিৎ দাস জানিয়েছেন জটিল পরিস্থিতিতে যে সকল সংগ্রামী বিজিটিয়ান বন্ধুগণ এই মহতী উদ্যোগকে সাফল্যমন্ডিত করে তুললেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তিনি আরো জানান ইতিপূর্বে উনারা আরও দুটি ত্রাণ বিতরণ কর্মসূচি করেছেন, এটি তৃতীয়।
রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানিয়েছেন বিজিটিএ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যথাক্রমে ৫ লক্ষ ও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে এবং আগামী দিনে বিজিটিএ এইরকম মানবিক কর্মসূচিতে যোগদান করবে । মানবিক মুখ নিয়ে এগিয়ে যাবে সাধারণ মানুষের মধ্যে ।
শিক্ষক সংগঠনের ভূমিকা বিষয়ে স্থানীয় জনসাধারণ ।