কৃষ্ণনগরে লক ডাউনে জন মানবহীন, শুনশান রাস্তাঘাট

Social

রমিত সরকার : সারাদেশ তথা রাজ্য জুড়ে বাড়ছে করোন সংক্রমণ । করোনা সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে ।

নদীয়ার জেলা প্রশাসন কতৃক নির্দেশিত সংবেদনশীল কিছু এলাকায় দুই দিন ব্যাপী লকডাউনের আজ দ্বিতীয় দিনে কৃষ্ণনগরের বেলেডাঙা গৌরীর মঠ মোড়ে জনমানবহীন। ওই অঞ্চলে ওষুধের দোকান ছাড়া আর সেই ভাবে কোন কিছু খোলা নেই।

স্বাভাবিক সময়ে ওই অঞ্চলে সবসময় গাড়ি চলাচল করে। যেহেতু এই স্থানে নবদ্বীপ যাওয়ার রাস্তা আছে অপরপক্ষে কৃষ্ণনগর সদর হাসপাতালে যাওয়ার একটা রাস্তা আছে। এককথায় বলা যায় যে রাস্তাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবসময়েই রাস্তায় গাড়ি চলাচল করে ।
সকাল বেলা থেকেই দেখা গেল এক বিরল ঘটনা কোনরকম ভাবে গাড়ি চলাচল করছে না রাস্তার সম্পূর্ণরূপে ফাঁকা। একই অবস্থা শহরের রথতলা, নতুনবাজার, বেজিখালী সহ বিভিন্ন এলাকায় । প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় পরিদর্শন চলে এমনকি রাস্তায় দু-একটি গাড়ির দেখা গেলেও জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্মীরা ।

Leave a Reply