সোশ্যাল বার্তা : পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল কৃষ্ণনগরের একটি সামাজিক গোষ্ঠী আলিঙ্গন তাদের গুটি কয়েক সদস্য নিয়ে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো। আলিঙ্গন একটি সমাজ সচেতনতা মূলক গোষ্ঠী।
এই পরিবারের পক্ষ থেকে সবুজ বৃদ্ধির জন্য ও পরিবেশ সচেতনতায় সাধারণ মানুষের মধ্যে ৫০০টি বিভিন্ন ধরনের চারাগাছ বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ । সামাজিক দুরত্ব বজায় রেখেই এ মহান কর্মসূচি পালন করা হয় ।
আলিঙ্গন পরিবারের সম্পাদক সুব্রত হালদার জানান যে, কিছু পূর্বে ঘটে যওয়া বিধ্বংসী আম্পান পরিবেশ থেকে ছিনিয়ে নিয়েছে প্রচুর গাছ, সেই ঘটতি আমারা পূরণ করতে পরবো, কিন্তু কিছু টা হলেও, পরিবেশের সবুজায়নের, অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।