মলয় দে, নদীয়া:- নদীয়া শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকায় একটি মাঠে দুপুর তিনটে নাগাদ দু’দলের মধ্যে ফুটবল খেলা শুরু হতেই এলাকার মানুষ ভিড় করে দেখতে পৌঁছে যায় মাঠে। শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালে তড়িঘড়ি বন্ধ হয় খেলা।
এ ব্যাপারে খেলোয়াড়দের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন লকডাউনে গৃহবন্দী থেকে মানসিক অবসাদ কাটাতে একটু শরীর চর্চার প্রয়োজন বোধে অনুশীলন করা হচ্ছিল। দর্শকরা এভাবে চলে আসবে তারা বুঝতে পারেনি।