বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পিকনিক জীবন শিখা’র ‘

Social

দেবু সিংহ মালদা : শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করল ‘অবসরের জীবন শিখা’ নামে একটি সংস্থা।
রবিবার সারাদিন ধরে মালদা শহরের এটিসি ময়দানে তাদের নিয়ে চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, পুলিশ সুপার অলক রাজোরিয়া, সংস্থার সভাপতি সুদীপ্ত গাঙ্গুলি, সম্পাদক পার্থ মুখার্জি সহ অন্যান্য অতিথিরা।
‘অবসরের জীবন শিখা’ এই সংস্থায় রয়েছেন আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীরা।রবিবার এটিসি ময়দানে দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়। এছাড়াও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা করতে কলকাতা থেকে কয়েকজন চিকিৎসক আসেন সেখানে। অঙ্কন প্রতিযোগিতা,নাচ,গান এবং এর পাশাপাশি ৩টি একান্নবর্তী পরিবারকে খোঁজ করে সেই পরিবারের কর্তাদের হাতে মেমেন্টো তুলে দেওয়া এবং তাদের সাল পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নিজে হাঁটাচলা করতে পারেনা তাদেরও সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় এই পিকনিকে। সেই সমস্ত শিশুদের দিয়েই তাদের মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
আবেগঘনিত এই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি সংস্থার সদস্য ও ওই পরিবারের সদস্যরা।
এই বিষয়ে সুদীপ্ত গাঙ্গুলী ও পার্থ মুখার্জী বলেন, সারা বছর তারা দুস্ত মানুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়ান। তাদের চিকিৎসা করানো পড়াশোনার সামগ্রী দেওয়া সহ বিভিন্ন সমস্যা মেটানোর চেষ্টা করেন। প্রজাতন্ত্র দিবসের দিন মালদা শহরের এটিসি ময়দানে দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসন, প্রশাসন এবং সমাজসেবীরা তাদের পাশে দাঁড়িয়ে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করেন।

Leave a Reply