মলয় দে, নদীয়া :-দুই দিন ব্যাংক ধর্মঘট এর ফলে মোট চারদিন ব্যাংক বন্ধ থাকছে। শনিবার মাসের দ্বিতীয় শনিবার আজ রবিবার কাল সোমবার এবং পরশু মঙ্গলবার এই চারদিন ব্যাংক বন্ধ থাকছে এর ফলে টাকা তোলা ,জমা দেওয়া যাবে না । ফলে সমস্যায় পড়লে মেনে নিতে হচ্ছে সমস্ত অসুবিধা সত্বেও।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বীমা বেসরকারিকরন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ ও ১৬ই মার্চ সারা ভারত ব্যাংক ধর্মঘটের সফল করার ডাক দিয়েছে অল ইন্ডিয়া এমপ্লয়িজ ইউনিট ফোরাম এর পক্ষ থেকে। একটানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ তা বলার অপেক্ষা রাখে না।