মজুরি মাত্র ১৫০ টাকা ! মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আদিবাসী মহিলাদের মিছিল

Social

দেবু সিংহ,মালদা: জমিতে ধানের চারা লাগানো এবং ফসল পরিপূর্ণ হলে সেই ফসল তোলা সবমিলিয়ে দেড়শ টাকার বেশি মেলেনা মজুরি। আর সেই মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে হবিবপুর ব্লকর আদিবাসী মহিলারা মিছিল করে বিক্ষোভ দেখালেন । জমির মালিকদের অবিলম্বে দ্রুত পারিশ্রমিক বৃদ্ধির দাবি করা হয় এদিন ।

মঙ্গলবার সকালে আইহো গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় আদিবাসি মহিলারা নিজেদের পারিশ্রমিকের বৃদ্ধির দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মিছিল করেন।

বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, ধানের চারা রোপন করার সময় জমির মালিকেরা ১৫০ টাকা দিন হিসাবে আমাদের কাজ করায়। ঠিক একইভাবে যখন ফসল তোলার সময় আসে সেই একই টাকায় আমাদের কাজ করতে হয় । কিন্তু আমরা দাবি রেখেছি, ধানের চারা রোপণের সময় ২০০ টাকা দিতে হবে এবং ফসল তোলার কাজের সময় ৩০০ টাকা দিন হিসাবে ধার্য করতে হবে। নইলে পারিশ্রমিক কেউ করবো না। এরকমই দাবি জানিয়ে এদিন হবিবপুর আদিবাসী অধ্যুষিত ঋষিপুর , শ্রীরামপুর, আইহো গ্রাম পঞ্চায়েতের শতাধিক মহিলারা বিক্ষোভ মিছিল করেন ।

যদিও এ প্রসঙ্গে ব্লক প্রশাসনের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply