মলয় দে, নদীয়া :- মা ঠাকুমাদের চিরাচরিত কথা আবহাওয়া পরিবর্তনে শীত গ্রীষ্ম বর্ষা আসার সময় এবং যাওয়ার সময় সাবধানে থাকতে হয়! ঠিক তেমন লক ডাউন সিথিল হতেই রাস্তায়, হাটে, বাজারে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় করোনা সংক্রমনের সংখ্যা সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে ৷
রাস্তায় বেরোনোর সময় অনেকেই মাস্ক পরছেন না, অনেকেই পাতলা রুমাল মুখে বেঁধে ঘুরছেন ৷ ফলে অসচেতনার কারনে করোনা ভাইরাস দ্রুত বিস্তার লাভ করছে ৷ তাকে প্রতিহত করার জন্যই আজ সাধারণ মানুষকে সচেতন করার সঙ্গে সঙ্গে মাস্ক ও সাবান বিলি করা হলো শান্তিপুরে ৷ গতকাল নদীয়ার শান্তিপুরে শান্তিপুর হেল্থ ডায়াগনষ্টিক সেন্টার এবং করোনা প্রতিরোধ মঞ্চের উদ্যোগে দশ হাজার মাস্ক ও সাবান বিতরন করা হয় ৷ মাইকের মাধ্যমে পথচারীদের মাস্ক পরা এবং সাবান দিয়ে বারবার হাত ধোয়া এবং সরকারী নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয় ৷ এ বিষয়ে হেল্থ কেয়ার এর কর্নধার প্রদীপ ঘোষ জানান যে, সাধারন মানুষকে সচেতন করার জন্যই তারা ঐ প্রোগামের আয়োজন করেছিলেন ৷