দেবু সিংহ মালদা ঃ রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু’র ঘটনায় চাঞ্চল্য মালদা জেলার খালতিপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার খালতিপুর রেলগেট এলাকায়। ওই মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নি। রেল সূত্রে জানা গেছে, হেঁটে রেললাইন পার হতে গিয়ে সম্ভবত মালগাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। মাথায় পেছনের অংশ থেঁতলে গেছে। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। ওই ব্যক্তির খোঁজখবর চালাচ্ছে পুলিশ। এক রেলকর্মী আব্দুল রাজ্জাক বলেন,‘আমি খানিকটা দূরে কাজে ছিলাম। কয়েকজনের চিৎকারে ঘনাস্থলে গিয়ে দেখি মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মুখটা বোঝা গেলেও, পরিচয় জানতে পারা যায় নি।’