মলয় দে নদীয়া :-আগামী ২রা নভেম্বর বুধবার জগদ্ধাত্রী পুজোর সূচনা হলেও শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে আজ শুক্রবার হওয়ার কারণে, তিন সন্তোষী মাতার পুজোর মাধ্যমে সূচনা হয়ে গেল জগদ্ধাত্রী উৎসবের। আগামীকাল শনিবার হওয়ার কারণে সমস্ত কালী পূজা হবে বলেই জানা গেছে।
জরুরি পারা তরুণ সংঘের পরিচালনায় সন্তোষী মাতা পূজো এবার ৪৬ বছরে পদার্পণ করলো। প্রতিবারের মতন এবারেও তাদের আকর্ষণীয় থিম যুক্ত মণ্ডপসজ্জা নির্মিত হচ্ছে। এবারের বিষয় ভাবনা তাঁত কাহন।
সূত্রাগর নতুন বাজার কে সি দাস রোড জয় সন্তোষী মাতা পূজা এ বছর ৫২ তম বর্ষে পদার্পণ করেছে। আজ থেকে আট দিন যাবত চলবে এই পুজো। প্রথম দিন থেকেই ২০০০ ভক্তবৃন্দকে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করিয়েছেন তারা।
মুন্সিপাড়া অমর সংঘের পরিচালনায় সন্তোষী মাতা এবার ৪৯ তম বর্ষে পদার্পণ করেছে । উদ্যোগ তারা বলেন এ বছরেও তারা সুত্রাকরবাসীকে দৃষ্টিনন্দন শোভাযাত্রা উপহার দিতে চলেছে।