মলয় দে নদীয়া:- পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর কোপ স্বামীর মাথায়। ঘটনাটি নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত আনুলিয়া বিনপাড়া । অভিযোগ পারিবারিক অশান্তির জেরে স্ত্রী স্বামীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ বসায়। এরপরে স্বামী প্রদীপ চৌহান স্থানীয় রানাঘাট মহাকুমা হসপিটাল এ নিয়ে যাওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে স্ত্রী সীমা চৌহানকে আটক করে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায় দাম্পত্য কলহ বহুদিন ধরে লেগে ছিল তাদের মধ্যে। রানাঘাট থানা খতিয়ে দেখছে বিষয়টি।