লক ডাউনে একটানা ৬০ দিন মানুষের সেবায় মঙ্গলবাড়ি মাতৃছায়া

Social

দেবু সিংহ ,মালদা: লকডাউনের কঠিন পরিস্থিতিতে দু:‌স্থদের রান্না করা খাবার বিলি করে এসেছে মঙ্গলবাড়ি মাতৃছায়া। টানা ২ মাস খাবার বিলির পর এদিন ৬০ দিনের মাথায় সমাপ্তি ঘোষণা করা হল। রীতিমতো ভাত, মাংস, সবজি, ডাল ও মিষ্টি দিয়ে পেট পুরো খাওয়ানোর পাশাপাশি নতুন কাপড়, ছাতা ও দুইশত টাকা ইত্যাদিও প্রদান করা হয়। রোজ ২০ থেকে ২৫ জন দু:‌স্থকে রান্না করে খাবার বিলি করা হয়। মাতৃছায়ার কর্ণধার অঞ্জনা শিকদারের সাথে চিত্রা চক্রবর্তী, দোলন বিশ্বাস, কৃষ্ণ সরকার, মমতা মুখার্জি-‌সহ আরও অনেকে দুই মাসের অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুনীল দাস, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক ও জেলা রক্তদান শিবির আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা, জগধাত্রীতলা হ্যান্ডিক্র্যাফট সোসাইটির কর্ণধার জয়শ্রী কর্মকার, মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস প্রমূখ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিরা সকলেই সংকটময় মুহূর্তে দীর্ঘ দুই মাস মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানান।

Leave a Reply