আদিবাসী ও প্রান্তিক মানুষের মধ্যে করোনা সচেতনতা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ বিজিটিএ

Social

সোশ্যাল বার্তা: বিজিটিএ বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্যের সরকারী স্বীকৃত একটি অরাজনৈতিক স্নাতক শিক্ষক সংগঠন। স্নাতক শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া- টিজিটি স্কেল,ক্যাশ ফ্যাসালিটি সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে । উল্লেখ্য বিজিটিএ এর মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট তাদের দাবীকে মান্যতা দিয়ে “রীট অফ ম্যান্ডামাস” জারি করেছেন। সরকার তাদের দাবী না মানায় বিজিটিএ রাজ্য কমিটি পে-কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে।

বতর্মানের এই করোনা আবহে ও আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি । ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটকের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে ও সাংসদ দিলীপ ঘোষ এর মাধ্যমে ২ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর পি এম কেয়ার ফান্ডে প্রদান করেছে ।

জেলা কমিটিগুলির মাধ্যমে সরাসরি জনগণের সাহায্যে কর্মসূচী নেওয়া হয়েছে। এই কর্মসূচী মোতাবেক গতকাল মুর্শিদাবাদ জেলা বিজিটিএ’র পক্ষ থেকে জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক নবগ্রামে সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে এল এই সংগঠন ।

গতকাল নবগ্রাম ব্লকের পলসনডা নেহরুনগর , খয়রাগাছি পাখিরাডাঙ্গা, চয়ননগর প্রায় ১০০০ আদিবাসী মানুষদের মধ্যে করোনা সচেতনতা প্রচার সহ মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে সংগঠনের সদস্যবৃন্দ ।

উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষক শ্রী নরেন্দ্রনাথ মুর্মু এবং সহায়তায় ছিলেন বাবুরাম বাবু, সোম বাবু, সুশান্ত বাবু এবং স্থানীয় যুবকবৃন্দ । সমগ্র কর্মসূচীটির তত্বাবধান করেন বিজিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটির অন্যতম নেতৃবৃন্দ  দেবাশীষ মন্ডল, রাকেশ সাহা,শুভাশীষ সাহা, সুদীপ সাহা, মানস বন্দ্যোপাধ্যায় ও নীলাদ্রি শেখর সমাদ্দার ।

বিজিটিএ’র রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন ” দাবি-দাওয়া আমাদের রয়েছে তবে এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার । মুর্শিদাবাদ জেলা কমিটি এই কঠিন পরিস্থিতিতেও আর্তের সেবায় নিয়োজিত তার জন্য শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । “

Leave a Reply