আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের গেদেতে ভাইফোঁটা অনুষ্ঠানকে ঘিরে এক ভ্রাতৃত্ববন্ধনের ছবি

Social

মলয় দে নদীয়া :-সীমান্ত এলাকার বোনেরা আজ সীমান্ত রক্ষী বাহিনীর দাদা ভাইদের পেয়ে আপ্লুত। বিএসএফের পদস্থ জনদের আজ ভাইফোঁটা দিলেন। পাশাপাশি মিষ্টি সহ কিছু উপহার ও তাদের হাতে তুলে দেন। এদিন ভারত বাংলাদেশ গেদে সীমান্তে বগুলা পাঠভবন নামক একটি কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীসহ শিক্ষকরা এই ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে উপস্থিত হয় l সকাল আনুমানিক দশটা থেকে এই অনুষ্ঠান শুরু করা হয় গেদে সীমান্তে অবস্থিত ২৫ জন বিএসএফ জওয়ান কে ভাইফোঁটা করা হয় ।এই এই পাঠভবন থেকে ৩২ জন শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা উপস্থিত হয় গেদে সীমান্তে ।গেদে সীমান্তে বিএসএফ জওয়ানরা বোনকে পেয়ে খুবই আনন্দিত এবং তেমনি বোনেরা সীমান্তে ভাইদেরকে ভাইফোঁটা করতে পেরে খুবই আনন্দ অনুভব করেছেন । বিএসএফ জওয়ানরা কে ভাইফোটা করবার পর ছোট উপহার সামগ্রী তুলে দেয় এই শিক্ষা কেন্দ্রের বোনেরা তেমনি বিএসএফের পক্ষ থেকেও এই শিক্ষা কেন্দ্রে বোনেদের হাতেও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এই ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কমান্ডেন্ট সুজিত কুমার মহাশয় ।

এদিন বিএসএফের সেনা থেকে শুরু করে অফিসারদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়বার মতো। বিএসএফের সেনারা খুশি এই ধরনের অনুষ্ঠান গেদে সীমান্তে হওয়াই

Leave a Reply