মাধ্যমিকে ষষ্ট স্থানাধিকারীকে সংবর্ধনা পুর চেয়ারম্যানের

Social

রায়গঞ্জঃ মাধ্যমিকের মেধাতালিকায় ষষ্টস্থান অধিকারী সাগ্নিককে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে এলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এবছর মেধাতালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগ্নিক সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। ষষ্ঠ স্থান অধিকার করেছে মোট ১২ জন। মেধা তালিকায় ৮৪জন পড়ুয়া স্থান পেয়েছেন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে। রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা সাগ্নিক আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। সে অঙ্কে ও জীবন বিজ্ঞানে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৯, ভূগোল ও ইতিহাসে ৯৮ এবং বাংলা ও ইংরেজিতে ৯৬ করে পেয়েছে।সুনৃত জানিয়েছে তার প্রিয় বিষয় অঙ্ক। ছেলের সাফল্যে খুশি বাবা শুভদীপ সিংহ ও মা পুস্প সিংহ। সাফল্যের পুরো কৃতিত্ব সুনৃত মাকে দিয়েছে। মা পুস্প দেবী জানিয়েছেন, ছোট বেলা থেকেই সুনৃত নিজের মত করে পড়াশোনা করত। প্রতিদিনের টাস্ক প্রতিদিন করে রাখত। পড়াশোনার জন্য তাকে কখনো খুব বেশী চাপ দিতে হয় নি। ছেলে ভাল ফল করবে এটা আগে থেকেই ভেবেছিলেন। ছেলের সাফল্যে খুশী হয়েছেন। রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিশ্বাসের ওয়ার্ডের বাসিন্দা সাগ্নিকের সাফল্যের খবর পেয়েই তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে হাজির হন সন্দীপবাবু। সাগ্নিকের হাতে পুস্পস্তবক এবং মিষ্টি তুলে দেন। সন্দীপবাবু বলেন, ‘রায়গঞ্জের ছেলে এবং আমার নিজের ওয়ার্ডের ছেলের এই সাফল্যে আমি গর্বিত। রায়গঞ্জে লকডাউন চলছে, এই সময়ে এমন একটা সুখবর শহরের মানুষের মুখে হাসি এনে দিয়েছে।’ এবছর ১৮ ই ফেব্রুয়ারী থেকে ২৭ শে ফেব্রুয়ারী পর্যন্ত চলেছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা আবহে ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে হল ফলপ্রকাশ ।

Leave a Reply