রায়গঞ্জঃ মাধ্যমিকের পাশাপাশি সিবিএসই ক্লাস টেনের পরীক্ষায় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্বল করলো রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা৷ বিদ্যালয়ের অধ্যক্ষ ধ্রুবজ্যোতি অধিকারী জানিয়েছেন, বিদ্যালয়ের ৮৭ জন ছাত্রছাত্রীদের সকলেই সফল ভাবে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫৩ জন ছাত্রছাত্রী পেয়েছে ৮০ শতাংশ বা তারও বেশি নম্বর। তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২৮ জন। জেলাতেও প্রথম স্থান অধিকার করেছে শমীক ভট্টাচার্য্য ৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে। তার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নাম্বার হলো ইংরেজি (৯৭), বাংলা (৯৭), অঙ্ক (৯৯), বিজ্ঞান (১০০), সোশ্যাল সায়েন্স (১০০), কম্পিউটার (১০০)। এছাড়া অরিত্র দাস এবং চন্দ্রিমা মণ্ডলের প্রাপ্ত নম্বর হলো ৯৭.২ শতাংশ। অরিত্র দাস অঙ্কে এবং চন্দ্রিমা মণ্ডল কম্পিউটারে ১০০ পেয়েছে। ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। বিদ্যালয়ের অধ্যক্ষ সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন, “বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল বরাবরই জেলার মধ্যে নজরকাড়া হয়ে থাকে। কিন্তু এবছরের ফলাফল অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিদ্যালয়ের পরীক্ষার্থী শমীক ভট্টাচার্য্য ৯৮.৬ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে যা জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যেও মেধাতালিকায় একটি ভালো স্থান দখল করতে পারে। পরে এবিষয়ে বিস্তারিতভাবে জানা যাবে”।