শান্তিপুর কেন্দ্রীয় কল্যাণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে, শান্তিপুর থানায় কালীমন্দির পুনর্নির্মাণ

Social

নিউ সোশ্যাল বার্তা : মলয় দে, নদীয়া:- বহু পূর্বে শান্তিপুর থানায়, একটি কালী মন্দিরে পাথরের একটি কালীমূর্তি পূজিত হতেন। সেটি থানার এক প্রান্তে পড়ে থাকায়, ঠিকমতন রক্ষণাবেক্ষণ হত না , উদ্যোগের অভাব ছিল। শান্তিপুর কেন্দ্রীয় কল্যাণ ব্যবসায়ী সমিতি একটি প্রস্তাব দেন ভারপ্রাপ্ত ওসি শ্রী মুকুন্দ চক্রবর্তীর কাছে। প্রস্তাবটিকে যথাযথ সম্মান দিয়ে শান্তিপুরের সকল, স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সহ বিশিষ্টজনদের সহযোগিতায় গতকাল ২৬শে অক্টোবর নতুন মন্দির সহ পাথরের পুরাতন মূর্তিটির নতুনভাবে সংস্করণ প্রতিস্থাপিত করে, পুজোর উপযোগী করে তোলা হলো।

ছিলেন সি আই শান্তিপুর শ্রী জয়ন্ত চৌধুরী, শান্তিপুর থানার ওসি শ্রী মুকুন্দ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক গান ।

প্রসঙ্গত উল্লেখ, মুখ্যমন্ত্রী প্রশাসনিক মহলেও জনসাধারণের সঙ্গে আন্তরিক হওয়ার যে বার্তা দিয়েছেন, কার্যত সেটাই গুরুত্ব দিয়ে শান্তিপুর থানায় একটি রবীন্দ্র নজরুল মঞ্চ গড়ে তোলার কাজ চলছে। থানার বিভিন্ন কর্মচারী দের পরিবার ও আশেপাশের পরিবারের বাচ্চাদের উদ্দেশ্যে, একটি পার্কের কাজও দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার মুখে। থানা মানেই, ভয়ের বিষয় নয়। সেখানে বাচ্চাদের সহ সাধারণ মানুষের নিয়মিত যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক, এমনটাই মনে করেন শান্তিপুর থানার বিভিন্ন আধিকারিকগন।

শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, জায়গা থাকলে শুধু থানা কেন! হসপিটাল, কলেজ বিভিন্ন জায়গায় প্রয়োজন ভিত্তিক যেকোনো জনহিতকর কাজে আমরা প্রস্তুত।