নদীয়া জেলা বন উৎসব উদ্বোধনে জেলাশাসক

Social

মলয় দে নদীয়া:-বৃক্ষরোপনের মধ্য দিয়ে শুরু হলো নদীয়াজেলা বন উৎসব। এদিন বৃক্ষ রোপন করেন করেন জেলাশাসক এবং পুলিশ সুপার সহ জেলার সভাধিপতি। সাত দিন ধরে চলবে এই বন উৎসব। এদিন নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল বৃক্ষ রোপন করেন। প্রতিবছর ১৪ই জুলাই এই বন উৎসব শুরু হয়। সরকারের তরফ থেকে নদিয়া জেলা ১৫ তারিখ থেকে বড় উৎসব শুরু করার কথা বলা হয়। সেইমতো নদীয়া জেলার বনদপ্তর এবং জেলা পরিষদের উদ্যোগে শুরু হলো উৎসব।

নদীয়া জেলার সভাধিপতি রিক্তা কুন্ডু বলেন, যেভাবে দিন দিন সবুজ ধ্বংসের পরিমাণ বেড়ে চলেছে তার উপর আমফান ঝড়ের তাণ্ডবে যেভাবে সবুজ ধ্বংস হয়েছে আমাদের উচিত যত বেশি সম্ভব বৃক্ষরোপণ করা। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বৃক্ষরোপণ চলবে।

জেলাশাসক বিভূ গোয়েল বলেন, সারা জেলা জুড়ে আমাদের একটি ট্যাবলো চলবে। প্রতিটি বিডিও এবং পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে গাছের চারা বিতরণ করার জন্য। অন্যান্য যে সংস্থাগুলি রয়েছে এবং বিভিন্ন ক্লাব গুলি রয়েছে তারাও চাইলে বনদপ্তর এর কাছ থেকে গাছের চারা নিয়ে তারা বৃক্ষরোপণ করতে পারেন।

Leave a Reply